সাভারে স্থানীয়দের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ মেসে কিংবা বাসা ভাড়া বসবাসকারী শিক্ষার্থীদের সাভারে আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সাথে আলোচনা বসে গ কিন্তু এই ব্যাপারে আগ্রহী নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এক সিদ্ধান্তে পরে শিক্ষার্থীদের আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরো বলেন, বর্তমানে শিক্ষার্থীদের স্থানীয় মেস অথবা ভাড়া বাসায় যাওয়ার পরিবেশ নেই।এতে আবার সংঘর্ষে জড়িইয়ে যেতে পারে আবারও।তাই ঢাকা জেলা উত্তর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য সাভারে আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছি।
স্থানীয় লোকদের সাথে সংঘর্ষে জড়ায় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে পরবর্তীতে স্থানীয়রা শিক্ষার্থীদের পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেন।
স্থানীয়রা পরবর্তীতে মসজিদের মাইকে এনাউন্স করে সবাইকে একত্রিত করে শিক্ষারথীদের উপর হামলা চালায়।এতে আহত হন অর্ধশত শিক্ষার্থীরা ।