অধিভুক্ত ৭ কলেজের চলমান পরীক্ষা অব্যাহত থাকবে এই বিষয়ে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
আরো পড়ুন-
অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীর আন্দোলন
সাত কলেজের চলমান পরীক্ষা অব্যাহত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পূর্বে রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মঙ্গলবার ও বুধবার পরীক্ষা অনুষ্ঠিত হবে পরে। উক্ত পরীক্ষাগুলো তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থীদেরকে ।
গতকাল অনুষ্ঠিত এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা স্থগিত করা হয়।পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধ করার ফলে সমস্যা সমাধানের জন্য শিক্ষামন্ত্রী জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেয়। ৭ কলেজের পরীক্ষা স্থগিতের ব্যাপারে পূর্বের সিদ্ধান্ত বাতিল করে। পরবর্তীতে পরীক্ষা চলমান রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।