মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে এখন মিয়ানমারের ক্ষমতা।মিয়ানমারের সেনাঅভ্যুত্থানের ফলে, মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সান সুচি ও তার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।এতে করে মিয়ানমারের পুরোপুরি ক্ষমতা চলে যায় সেই দেশের সেনাবাহিনীর হাতে।
সেনা অভ্যুত্থান ঘটার কারণ হচ্ছে,বিতর্কিত একটি নির্বাচন এই নির্বাচনের ঘিরে দেখা দেয় বেসামরিক সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা।পরবর্তীতে তা সেনা অভ্যুত্থান রূপ নেয়।
অং সান সুচিকে গ্রেপ্তার করার পর সেই দেশের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে এক বছরের জন্য দেশটিতে জরুরী অবস্থা জারি করে।
গতবছরে নির্বাচনে অং সান সুচির পার্টি সংখ্যা গরিষ্ঠতা লাভ করে।কিন্তু এই নির্বাচন ছিলো প্রশ্নবিদ্ধ। মিয়ানমারের সেনাবাহিনী এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।
আজ সোমবার মিয়ানমারের ক্ষমতা হস্তানান্তর করা হয় কমান্ডার ইন-চিফ মিন অং লাইং্যের কাছে।মিয়ানমার বার্মা নামে পরিচিত থাকা অবস্থায় ক্ষমতা ছিলো সামরিক বাহিনীর হাতে।