এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সারাদেশে মেধাতালিকায় প্রথম হয় মিশরী মুনমুন।মিশরী মুনমুনের জন্মস্থান পাবনায়।তিনি পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রী। মেডিকেলে চান্স পাওয়ার পরে মিশরী মুনমুন নিজের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।
মিশরী মুনমুন এর মুখ থেকে শুনুনু তার অভিজ্ঞতা ও অনুভূতি –
মিশরী মুনমুনের এই অসাধারণ সফলতায় আমরা ডেইলি এডু নিউজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।