ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের ৮০-৯০ শতাংশ স্কলারশিপ দেবে । এই বছর থেকে এ বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন প্রোগামে ৮০ থেকে ৯০ শতাংশ স্কলারশিপ পাবেন ২০ জন বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী ।
লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
উক্ত বিজ্ঞাপন
লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে ২০০-এর অধিক প্রোগাম চালু রয়েছে। বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ও এলপিইউয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শিক্ষার মানোন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে ২০১৮ সাল থেকে বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮০০–এর অধিক বাংলাদেশি শিক্ষার্থী প্রকৌশলসহ বিভিন্ন প্রোগামে পড়ালেখা চালিয়ে আসছে।