বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা আহত হয়েছেন ১১ শিক্ষার্থী।
তথ্য সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত ১টায় নগরীর রূপাতলী এলাকায় মাহমুদুল হাসান তমালের মেসে হামলা করে কতিপয় পরিবহন শ্রমিক।
এ ঘটনা সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, পার্শ্ববর্তী মেসের শিক্ষার্থীরা তমালকে উদ্ধারে এগিয়ে আসেন।
তখন ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আগত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
এতে আহত হোন ১১ জন। আহত ১১ জনের মধ্যে রয়েছে, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নুরুল্লাহ সিদ্দিকী, রসায়ন বিভাগের এসএম সোহানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের আহসানুজ্জামান, গণিত বিভাগের ফজলুল হক রাজীব, সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, বোটানি ও ক্রপ সাইন্সের আলী হাসান, বাংলা বিভাগের মো. রাজন হোসেন এবং মার্কেটিং বিভাগের মাহবুবুর রহমান, মাহাদী হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ।আহতরা বর্তমানে মেডিকেল ভর্তি রয়েছে।
রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস। পরবর্তীতে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।