ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ১৭ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত সকল শিক্ষক- কর্মচারীকে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীরা এই টিকা পাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আর এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কাছে চিঠি পাঠিয়েছে ঢাবি প্রশাসন।
আরো পড়ুনঃ
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে্ন, আমরা সকল শিক্ষক ও কর্মচারীদের পাশাপাশি আমরা আমাদের শিক্ষার্থীদের আগামী ১৭ এপ্রিল করোনা ভাইরাসের টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি । সকল শিক্ষার্থীকে ভ্যাক্সিন দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে এবং এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হয়েছে যাতে শিক্ষামন্ত্রনালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেয় । যাতে সকল শিক্ষার্থী ভ্যাক্সিন কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে।
।