ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা মে মাসের মাঝামাঝি সময়ে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ বিষয়ে সিদ্ধান্ত নেয় জেনালের এডমিশন কমিটির বৈঠকে।
আরো পড়ুন-
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যাচ্ছে তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আগামীকাল বিশ্ববিদ্যালয়ের পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে জানা যাবে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট সময়। ঢাবি উপাচার্য আগামীকালকের বৈঠকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসিদের জানাবেন কবে নাগাদ ভর্তি পরীক্ষা হবে।
তবে সংশ্লিষ্ট সূত্রে প্রাথমিকভাবে জানা যায় মে মাসের ১৫ তারিখের পর অনুষ্ঠিত হতে পারে ঢাবির ভর্তি পরীক্ষা।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানায়, বলেন, আমাদের জেনারেল এডমিশন কমিটি মধ্য মতামতে ভর্তি পরীক্ষা নেয়ার সুপারিশ করেছে। তাদের কথা বিবেচনার আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন,
আগামীকালকের বৈঠকটি সবার জন্য গুরুত্বপূর্ণ।আগামীকালকের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে তাই আগামীকাল জানা যাবে কোন বিশ্ববিদ্যালয় কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।আর এই বিষয়ে সবার সমন্বিত মতামতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ঢাবির উপাচার্য আরো বলেন, করোনা ভাইরাসের কারণে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমাদের ভর্তি পরীক্ষা নিয়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। জেনারেল এডমিশন কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। শিগগিরিই বিষয়টি জানিয়ে দেয়া হবে।