সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এসএসসি ও দাখিল ভোকেশনাল ফাইনাল পরীক্ষার।
এই সিলেবাস তৈরি করেছে এনসিটিবি উক্ত পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একজন সদস্য বলেন, যেটুকু না পড়লে না হয় শুধু সেটুকু অধ্যায় দিয়েই নতুন করে বিষয়ভিত্তিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। ছোট হওয়া সিলেবাসে সব বিষয়েই প্রশ্নের বিভাজন ও নম্বর কাঠামো ঠিকই থাকবে। অর্থাৎ যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেখান থেকেই প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
প্রতিটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ অধ্যায় নির্বাচন করে সিলেবাস প্রণয়ন করা হয়েছে।
ডেইলি এডু নিউজের পাঠকদের জন্য এসএসসি ও দাখিল ভোকেশনালের সংক্ষিপ্ত সিলেবাস তুলে ধরা হল।
এসএসসি ও দাখিল ভোকেশনালের সংক্ষিপ্ত সিলেবাস পেতে ক্লিক করুন এখানে :
এর আগে, সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। কিন্তু তা নিয়ে নানা মতবাদ দেখা দেয় প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস তিন বা চার মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান।পরবর্তীতে সবার কথা বিবেচনা করে পুনরায় সিলেবাস প্রকাশিত হয়।