এসএসসি পরীক্ষা অটো পাশ দেওয়ার জন্য দাবি তোলে এসএসসি পরীক্ষার্থীদের।
তাদের দাবি জেএসসি বা নবম শ্রেণির ফলাফল মূল্যায়নের ভিত্তিতে ‘অটোপাস’ এসএসসিতেও দেওয়া হোক।
শিক্ষার্থীরা ফার্মগেট আনন্দহলের সামনে মানববন্ধন করে ও তাদের দাবি তোলে ধরে।
মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলে, করোনার কারণে তারা শ্রেণি পাঠদানে অংশগ্রহন করতে পারে নাই,।কোন প্রকার প্র্যাকটিক্যালেও তারা অংশ নিতে পারে নাই,অনলাইনে ক্লাসে সবার অংশগ্রহণ করা সম্ভব হয় নাই।যার ফলে পরীক্ষা নেওয়া হলে কাঙ্খিত ফলাফল থেকে বঞ্চিত হবে।
আরো পড়ুনঃ
পরিবর্তন হচ্ছে শিক্ষা কারিকুলাম
অস্ট্রেলিয়ায় স্কলারশিপে নির্বাচিত হয়েছে ২০ জন, নতুন আবেদন শুরু
মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থীরা জানায়, ২০২০ সালে এইচ এসসি পরীক্ষার্থীরা ২ বছর ক্লাস করার পরেও তাদেরকে অটোপাশ দেওয়া হয়।কিন্তু আমরা পুরো এক বছর শ্রেণী কার্যক্রমে বাহিরে। তারপরেও পরীক্ষা নেওয়ার কথা বলছে শিক্ষামন্ত্রনালয়।যা আমাদের প্রতি অবিচার করা হচ্ছে।
মানববন্ধনে তারা আরো বলে সেশন জোট এড়াতে তাদের ফেব্রুয়ারির মধ্যে অটোপাশ দেওয়ার জন্য।
এই বিষয়ে তারা প্রশ্নপ্পপ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।
মানববন্ধনে তারা আরো বলে যদি পরীক্ষা চলাকালীন সময় আমরা করোনা আক্রান্ত হই তাহলে তো আমাদের পরীক্ষা স্থগিত হবে।তাহলে যে শীক্ষার্থী করোনা আক্রান্ত হবে তার ব্যাপারে সিদ্ধান্ত কী?
অটোপাশের দাবিতা তারা প্রেস্ক্লাব সহ রাজধানীর বিভিন্ন স্থানে মানবন্ধন ও কর্মসূচি পালন করে।