আরিফ আজাদ বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক ধারার লেখক। বিগত কয়েক বছর থেকে আরিফ আজাদ ভাইয়ের লেখা বই বাংলাদেশের যুবকদের এবং মুসলিম তরুণদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিগত বইমেলা গুলোতে এবং বাংলাদেশ অনলাইন ভিত্তিক বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারি.কম এ বিগত কয়েক বছর থেকে উনার লেখা বই বেস্টসেলার’ এর তালিকা উঠে এসেছে।
আরিফ আজাদ ভাইয়ের লেখাগুলো বর্তমান সময় উপযোগী ও সকলের কাছে সমাদৃত। আরিফ আজাদ ভাইয়ের যাত্রা শুরু হয় প্যারাডক্সিক্যাল সাজিদ ১ এর মাধ্যমে। আর প্রথম বই প্যারাডক্সিক্যাল সাজিদ খুব জনপ্রিয় হয়ে ওঠে পাঠকদের কাছে । যার কারণ বর্তমানে ইসলাম নিয়ে ভিন্নধর্মী অথবা নাস্তিকদের যত মাথাব্যথা সবগুলো প্রশ্নের উত্তর আরিফ আজাদ ভাই তার প্যারাডক্সিক্যাল সাজিদ বইতে বুদ্ধিভিত্তিকভাবে সাজিদের মাধ্যমে উপস্থাপন করেছে। এর মাধ্যমে অনেকের মন থেকে ইসলাম সম্পর্কে নানা সন্দিহান দূর হয়েছে এবং নাস্তিকদের ঠুঙ্কু যুক্তি মোকাবেলার দক্ষতা অর্জন করে।
আরিফ আজাদ ভাইয়ের প্যারাডক্সিক্যাল সাজিদ ১ লেখার ধারাবাহিকতায় উনি প্রতিবছরেই বই লেখেন । বিগত কয়েক বছরে উনার বই সর্বাধিক বিক্রিত ।
আরিফ আজাদ ভাইয়ের লেখা গুলো সাধারণত যুবকদের উদ্বুদ্ধ করে। আরিফ আজাদ ভাইয়ের লেখার মাধ্যমে ফুটে উঠে যুবকদের ইসলামে ফিরে আসার আহ্বান ।একজন যুবকের ইসলামিক ফিরে আসার জন্য কি সমস্যার সম্মুখীন হয়? কেন যুবকরা ইসলাম থেকে দূরে সরে যায় ? তার লেখা থেকে খুব সাবলীল ভাবে এসব প্রশ্নের সমাধান খুঁজে পাওয়া যায়। উনার লেখা যুবকদের অনুপ্রাণিত করে ইসলামের পথে আসার জন্য। বিগত বইমেলা গুলোতে আরিফ আজাদ ভাইয়ের লেখা বই কেনার জন্য হিড়কি পড়ে যেত বই মেলায়।
আরিফ আজাদ ভাই কাজ করে যাচ্ছেন নিজের পরিচয় আত্মগোপন রেখেই ইসলাম ও সমাজের কল্যানে । উনি উনার ফেসবুক অফিসিয়াল পেজ এর মাধ্যমে নিয়মিত ইসলামিক লেখা লিখে যাচ্ছেন এবং সময়সাময়িক বিষয়গুলো খুব ভালোভাবে উপস্থাপন করছেন।
আরিফ আজাদ ভাইয়ের লেখা বইগুলো হলো-
- প্যারাডক্সিক্যাল সাজিদ
- প্যারাডক্সিক্যাল সাজিদ ২
- আরজ আলী সমীপে
- মা, মা, মা এবং বাবা
- প্রত্যাবর্তন
- বেলা ফুরাবার আগে
- গল্পগুলো অন্যরকম
- নবি জীবনের গল্প
- জীবন যেখানে যেমন
- জবাব
এই বইমেলায় আরিফ আজাদ ভাইয়ের তিনটি বই প্রকাশিত হয় প্রকাশিত বইগুলো হলো-
- নবি জীবনের গল্প
- জীবন যেখানে যেমন
- জবাব