৪২ তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ বিকাল তিনটা থেকে। তবে পরীক্ষার্থীরা নিজেদের আসনে বসতে হবে দুপুর ১ থেকে দুইটা পচিসে মধ্যে।
এই পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ২০০ নাম্বারে। ২০০ নাম্বারের মধ্যে থাকছে মেডিকেল সাইন্স থেকে ১০০ নাম্বার, বাংলা থেকে ২০, ইংরেজিতে২০, বাংলাদেশ বিষয়াবলী থেকে ২০, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ২০, মানসিক দক্ষতা থেকে ১০ ও গাণিতিক যুক্তির উপর ১০ নাম্বার।
পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে.১ নাম্বার আর প্রতিটি ভুল উত্তরের জন্য কর্তন করা হবে 0.৫ নাম্বার।
৪২ তম বিসিএস পরীক্ষার আবেদন গত ৭ ডিসেম্বর আবেদন শুরু হয়েছে। প্রায় ৩১ হাজার প্রার্থী ৪২ তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছে।
৪২ তম বিসিএস পরীক্ষা প্রায় ২০০০ সহকারী সার্জন নিয়োগ দিবে পি এস সি।