ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানায়-
বাংলাদেশের ২০ জন উদীয়মা তরূন বিভিন্নখাতে অস্ট্রেলিয়া স্কলারশীপের জন্য নির্বাচিত হয়েছেএই ২০ জনের মধ্যে ১০ জন নারী ও ২ জন ক্ষুদ্র জাতিসত্তা।
বাংলাদেশের এই ২০ জন শিক্ষার্থী বিভিন্ন সমাজ সেবা , বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে কাজ করেছেন।
আরো পড়ুনঃ
শিক্ষাবৃত্তিতে ইন্দোনেশিয়ায় পড়ার সুযোগ
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার এই বিশজন কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছে জানায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে।
তিনি আরো বলেন,
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের চেতনায় উদ্বুদ্ধ হতে যাতে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে। সমাজে যাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে যাতে দৃঢ় বন্ধন স্থাপিত হয়।
বাংলাদেশের ছাত্রদেরকে স্ক্লারশিপ দেওয়াতে ধন্যবাদ জানায় বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের সাবেক শিক্ষার্থী মিরানা মাহরুখ ।তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের সৃজনশীল ভাবে চিন্তা করার উৎসাহ দেন।তিনি আরো আহবান জানান এ সুযোগ নিজের উন্নতির পাশাপাশি যাতে দেশের উন্নয়নে সবাই যাতে কাজ করে।
করোনা পরিস্থিতি শীথিল হলে এই ২০ জন শীক্ষার্থী শিক্ষালাভারে জন্য দেশটিতে যাবে।
অস্ট্রেলিয়া স্কলার শীপের জন্য আবার নতুন করে আবেদন করতে পারবে ৩০ এপ্রিল পর্যন্ত।
শিক্ষার্থীরা আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে –
Dhaka Australian Embassy ওয়েবসাইটে।