ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক হলেও , ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষার দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি।
আরো পড়ুন-
ভর্তি পরীক্ষার ব্যাপারে ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেলিম জানায় ভর্তি পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও কলেজসমূহের স্নাতক তৃতীয় চতুর্থ বর্ষের চলমান পরীক্ষা স্থগিত হওয়ার কোন সম্ভাবনা নেই কারণ উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষ।তাছাড়া উক্ত পরীক্ষা বন্ধের কোনো নির্দেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।
অধ্যক্ষ আইকে সেলিম আরো জানায় ভর্তি পরীক্ষার ব্যাপারে আমরা এখন কিছু ভাবছি না ভর্তি পরীক্ষা কার্যক্রম একটি সময় সাপেক্ষ বিষয় তাই এতে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০১৭ সালে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে ঢাকায় স্বনামধন্য সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এই সাতটি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ্, বাংলা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ , শহীদ সরোয়ারদী কলেজ , বেগম বদরুন্নেসা মহিলা কলেজ।
উক্ত সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত। উক্ত ৭ টি কলেজের একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত.